Ajker Patrika

ধর্মের ভিন্নতা পাশ কাটিয়ে যেভাবে আদর্শ দম্পতি শাহরুখ-গৌরী

ধর্মের ভিন্নতা পাশ কাটিয়ে যেভাবে আদর্শ দম্পতি শাহরুখ-গৌরী

৩৩ বছরের সুখী দাম্পত্য শাহরুখ-গৌরীর। তাঁরা শুধু আদর্শ দম্পতি হিসেবেই বলিউডে পরিচিত নয়, দুই ধর্মের সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে তাঁদের সংসার। ধর্মমতে, শাহরুখ মুসলমান আর গৌরী হিন্দু। বিয়ের পর গৌরী ধর্ম বদলাতে চাননি। তাঁর এ ইচ্ছার বিরুদ্ধে জোরও করেননি শাহরুখ।

গতকাল ছিল গৌরীর জন্মদিন, এ উপলক্ষে তাঁদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাতে উঠে এসেছে, ধর্মের ভিন্নতাকে পাশ কাটিয়ে কীভাবে আদর্শ দম্পতি হয়ে উঠেছেন তাঁরা।

১৯৯১ সালের অক্টোবরে বিয়ে করেন শাহরুখ-গৌরী। ধর্মের ভিন্নতার কারণে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নানা চ্যালেঞ্জে পড়তে হয়েছিল তাঁদের। প্রথম দিকে এ আন্তধর্মীয় বিয়ে নিয়ে গৌরীর পরিবারে যথেষ্ট আপত্তি ছিল। ফার্স্ট লেডিস শোয়ে এ বিষয়ে গৌরী বলেন, ‘শাহরুখের নাম বদলে আমার পরিবারে ওকে অভিনব বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যাতে তাদের মনে হয় শাহরুখ হিন্দু। কিন্তু শাহরুখ ভীষণ লাজুক ও ছেলেমানুষ।’ ফলে বোঝাই যায়, মিথ্যা খুব বেশি দিন স্থায়ী হয়নি।

বিয়ের সময় গৌরীর পরিবার উদ্বিগ্ন ছিল একটা বিষয়ে, শাহরুখ তাঁকে ধর্ম বদলাতে জোর করবেন কি না। ফরিদা জালালকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বিয়ের দিনের ঘটনা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘বিয়ের সময় গৌরীর পরিবারের সদস্যরা ফিসফিস করে বলছিল, ‘‘ও তো মুসলমান ছেলে, সে কি গৌরীর নাম বদলে দেবে? ওকে কি মুসলমান হওয়ার জন্য জোর করবে?’’ এটা শুনে আমি মজা করে বললাম, ঠিক আছে গৌরী, তুমি বোরকা পরে নাও। আর চলো আমরা নামাজ পড়ি। এ কথা শুনে পুরো পরিবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ওরা ভাবছিল, আমি ইতিমধ্যে গৌরীর ধর্ম বদলে দিয়েছি। এটা বুঝতে পেরে আমি আরেকটু খোঁচা দিয়ে বললাম, এখন থেকে গৌরী সব সময় বোরকা পরে থাকবে, আর ওর নাম হবে আয়েশা।’

কফি উইথ করণের প্রথম সিজনে গৌরী বলেছিলেন, ‘আমাদের মধ্যে একধরনের ভারসাম্য আছে। শাহরুখের ধর্মকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয়, আমি নিজের ধর্ম বদলে ফেলব। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাস অনুযায়ী চলা উচিত এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। শাহরুখ কখনো আমার ধর্মকে অশ্রদ্ধা করে কিছু বলেনি।’ তবে বিয়ের এত দিন পরেও ধর্ম নিয়ে সংশয় কাটেনি গৌরীর পরিবারের। এখনো যখন গৌরীর মায়ের সামনে আরিয়ান নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তখন পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয় বৈকি!

মুসলিম ও হিন্দু—দুই ধর্মের উৎসবই বেশ ঘটা করে পালন করা হয় শাহরুখের বাড়িতে। দীপাবলির সময় পুরো অনুষ্ঠানের দেখভাল করেন গৌরী, আর ঈদের সময় শাহরুখ। তাঁদের সন্তানেরাও দুই অনুষ্ঠানে সমান আগ্রহ নিয়ে অংশ নেন। সন্তানদের ধর্মপালনের বিষয়ে আউটলুক টার্নিং পয়েন্টস শোতে শাহরুখ বলেছিলেন, ‘বাচ্চারা আমাকে মাঝেমধ্যে জিজ্ঞেস করে, তারা কোন ধর্মের অনুসারী? তখন আমি তাদের বলি, তোমরা প্রথমত ভারতীয়। আর তোমাদের ধর্ম হলো মানবতা। মাঝেমধ্যে তাদের একটা পুরোনো গান গেয়ে শোনাই, “তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কি আওলাদ হ্যায় ইনসান বানেগা”।’

শাহরুখের সঙ্গে সংসার শুরুর পর গৌরী যে শুধু তাঁর ধর্মীয় পরিচয়কেই আলাদা রেখেছেন, তা নয়। বরং বলিউড বাদশার বিপুল জনপ্রিয়তার বাইরে দাঁড়িয়ে তিনি নিজের আলাদা পরিচিতিও তৈরি করেছেন। প্রযোজক, ফ্যাশন ডিজাইনার ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত