Ajker Patrika

গরম কাপড় বিক্রির ধুম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
গরম কাপড় বিক্রির ধুম

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাটে গরম কাপড় কেনার ধুম পড়েছে। পৌর শহরের ঈদগাহ এলাকায় গড়ে ওঠা গরম কাপড়ের মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে।

অভিজাত বিপণি বিতানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্যে করা গেছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে দোকানিরা গরম কাপড়ের দোকান নিয়ে বসেছে। তবে শীতের তীব্রতা বাড়লেও অর্থের অভাবে গরম কাপড় কিনতে পারছেন না হতদরিদ্র।

উপজেলার শ্রীবাড়ী চা বাগানের গৌতম বলেন, ‘শীত শুরু হয়েছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবও রয়েছে। তাই কোনোভাবেই শরীরে ঠান্ডা লাগানো যাবে না। নিজের ও পরিবারের জন্য শীতের শুরুতেই গরম কাপড় কিনছি।’

পত্রিকা বিক্রেতা আব্দুস সত্তার বলেন, ‘শীত থেকে রেহাই পেতে গরম কাপড় কিনেছি। শীত শুরু হওয়ায় শীতবস্ত্র কিনতে মানুষের ভিড় বাড়ছে।’

কাপড় বিক্রেতা ইউনুস আলী বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের বিক্রি কিছুটা বাড়ছে।’

চুনারুঘাট ব্যাকস সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল বলেন, ‘গরম কাপড় বিক্রির জন্য আমরা ঈদ গাঁ এলাকায় স্থান নির্ধারণ করে দিয়েছি। ওখানে পর্যাপ্ত দোকানও বসছে। শীত বেড়ে যাওয়ায় ক্রেতাও বাড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...