Ajker Patrika

ঘুষের বিনিময়ে সেবার ব্যবস্থা, দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঘুষের বিনিময়ে সেবার ব্যবস্থা, দুজন আটক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই বহিরাগতকে আটক করেছে। আটক ব্যক্তিরা রোগী ও স্বজনদের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন সেবার ব্যবস্থা করে দিচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রাজীব বৈদ্য (২৮) এবং কুমিল্লার কোদালকাটা এলাকার মো. হাসান (২২)। তাঁরা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে অবস্থান করছিলেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক ফয়সাল আহমেদ কাদের এই অভিযান চালান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত