Ajker Patrika

স্বামী-সন্তানসহ পুলিশে ‘বন্দী’ ভুক্তভোগী নারী

নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৩৯
স্বামী-সন্তানসহ পুলিশে ‘বন্দী’ ভুক্তভোগী নারী

‘আমাদের তিন তলার একটি কক্ষে রাখা হয়েছে। আমরা দুপুরে খাইনি। এখান থেকে চলে যেতে চাই। কিন্তু (পুলিশ) আমাদের যেতে দিচ্ছে না। চার দিন ধরে গোসল করিনি। এখন বাচ্চার মরার অবস্থা হয়ে গেছে। আমরা তিনজনই বর্তমানে অসুস্থ হয়ে গেছি।’

কক্সবাজারে ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর স্বামী গতকাল নিজেদের বর্তমান অবস্থা জানালেন এভাবেই। নিরাপত্তা দেওয়ার কথা বলে তিন দিন ধরে তাঁদের নিজেদের কার্যালয়ের একটি কক্ষে রেখেছে ট্যুরিস্ট পুলিশ।

গতকাল ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে এই প্রতিবেদক সেখানে গেলে ট্যুরিস্ট পুলিশের এসপি জিললুর রহমান জানান, তাঁদের সঙ্গে কথা বলা যাবে কি না, সেটি পরে জানানো হবে। অনেকক্ষণ সেখানে অপেক্ষার পরও ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীর সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি মেলেনি। পরে পৌনে চারটার দিকে মামলার বাদী ধর্ষণের শিকার নারীর স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের।

ধর্ষণের শিকার নারী ও তাঁর স্বামী পুলিশ বা আদালতের কাছে তাঁদের নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের হেফাজতে রাখার বিষয়ে কোনো আবেদন

করেননি বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের সুপার জিললুর রহমান ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এরপরও কেন তাঁদের এভাবে আটকে রাখা হয়েছে—জানতে চাইলে জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। আর তাঁর স্বামী এই মামলার বাদী। বাদী মানে কিন্তু সাক্ষী। সেই হিসেবে আমরা তাঁদের সুরক্ষা দিচ্ছি। মামলাকে প্রমাণ করতে হলে তাঁর (বাদী) সর্বোচ্চ সহায়তা দরকার। সে জন্য তাঁদের আমাদের কাছে রাখা হয়েছে।’

ঘটনার পর পুলিশের বক্তব্যে ভুক্তভোগী নারীকে দোষী বানানোর চেষ্টার অভিযোগ উঠেছিল। তবে গতকাল ওই নারীর জবানবন্দির কপি হাতে পাওয়ার পর অবশ্য কিছুটা সুর নরম হয়েছে তাদের। গতকাল জিললুর রহমান বলেন, ‘ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে তাঁকে পর্যটক বলাতেই আমাদের আপত্তি।’

পর্যটক বলতে আপত্তি কেন—এমন প্রশ্নে ট্যুরিস্ট পুলিশের এসপি বলেন, ‘চাকরি কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া যখন কোনো দর্শনীয় স্থান পরিদর্শনে আসেন, কিছু সময় অতিবাহিত করেন, তখন তিনি পর্যটক। তবে ওই নারী তিন মাস ধরেই কক্সবাজারে অবস্থান করছেন। সে জন্য আমরা তাঁকে পর্যটক বলতে চাইছি না।’

ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী ও সন্তানসহ কক্সবাজারে বেড়াতে যান ওই নারী। গত বুধবার দিবাগত রাতে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে তাঁকে তুলে নিয়ে দুই দফায় দলবদ্ধভাবে ধর্ষণ করেন তিন যুবক। পরে র‍্যাব তাঁদের উদ্ধার করে। গত শুক্রবার ওই নারী আদালতে জবানবন্দি দিয়েছেন।

ধর্ষণের ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার একমাত্র আসামি ছোটনকে গতকাল বিকেলে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তাসনিমের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার মূল আসামিদের এখনো ধরতে না পারার বিষয়ে জিললুর রহমান বলেন, ‘আসামিদের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। এখন মনে হয় সবার ফোনে তাঁদের ছবি আছে। এ কারণে আসামিরা সতর্ক হয়ে গেছেন। জায়গা পরিবর্তন করছেন। আমরা যৌথভাবে তাঁদের ধরতে অভিযান চালাচ্ছি। আশা করছি শিগগির তাঁদের ধরতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত