Ajker Patrika

শিবপুর আ.লীগের সভাপতিকে অব্যাহতি

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৬
শিবপুর আ.লীগের সভাপতিকে  অব্যাহতি

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার নরসিংদী জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদকে অব্যাহতি প্রদান করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ ও কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মো. হারুনুর রশীদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে আমি নাকি বক্তব্য দিয়েছি, এমন অভিযোগ কেন্দ্রে জানিয়েছেন বর্তমান ও সাবেক সাংসদ। ২০১৯ সালে পুটিয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে আমার বক্তব্যের একটি অংশ নেত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এ কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি সংবাদ সম্মেলন করে আমার সব কথা জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত