Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে রাতের পাহারা বন্ধ করতে হামলা, এক মাঝি খুন

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১২: ০৩
রোহিঙ্গা শিবিরে রাতের পাহারা বন্ধ করতে হামলা, এক মাঝি খুন

রাত্রিকালীন নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন করছিলেন কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিন (৩৩)। এ সময় আরও কয়েকজন হেড মাঝি (নেতা), সাব মাঝি ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিয়ে বৈঠক চলাকালে ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে অতর্কিত হামলা চালায়। এতে আজিম উদ্দিনসহ তিন রোহিঙ্গা মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে তাদের উদ্ধার করে ৮ ওয়েস্ট ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাব মাঝি রহিম উল্লাহ এবং একই ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ করিম চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাজ করছেন বলে জানিয়েছে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন আজকের পত্রিকাকে জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেলোএকটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয় রোহিঙ্গাকে হত্যার পর রোহিঙ্গা মাঝি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে রাত্রিকালীন পাহারা জোরদার করে এপিবিএন।

রোহিঙ্গা মাঝিদের সন্দেহ, আত্মগোপনে থাকা অপরাধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও রাত্রিকালীন পাহারাকে অকার্যকর করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত