Ajker Patrika

নেত্রকোনায় দুই বাসের চাপায় শ্রমিক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
নেত্রকোনায় দুই বাসের চাপায় শ্রমিক নিহত

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ডে দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরিবহন শ্রমিকের নাম খুরশেদ আলম (৪০)। তিনি শাহজালাল পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুগলতলা গ্রামের ঈমাম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে সিয়াম-শারমিন পরিবহনের একটি বাস স্ট্যান্ডে প্রবেশের সময় শাহজালাল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বের হতে চাইলে দুই বাসের মাঝখানে পড়েন খুরশেদ আলম। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডা. তাকে মৃত্যু ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার বিষয়টি নিশ্চত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত