Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর প্রচারমাইক ভাঙচুরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ২৪
স্বতন্ত্র প্রার্থীর প্রচারমাইক ভাঙচুরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনের নিজ গ্রাম কিশোরপুরে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের পক্ষে সজিব ও রাসেল নামে দুই তরুণ নির্বাচনী প্রচারণা চালাতে যান। দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেনের কয়েকজন সমর্থক প্রচারে নিয়োজিত ইজিবাইকে হামলা চালান। এ সময় হামলাকারীরা ইজিবাইকে থাকা দুজনকে মারধর করে মাইক ভেঙে প্রচারপত্র ও পোস্টার ছিনিয়ে নেন।

তবে অভিযোগ বানোয়াট উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘এসব নোংরামি করার সময় আমার নেই। আমি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইছি। আর ওনি (কবির আহমেদ) নোংরামি করছেন। নিজেই মাইক ভেঙেছেন। ওনার অবস্থা ভালো না দেখে এসব করছেন।’

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের কপি আমরা থানায় পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত