Ajker Patrika

বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের সময় রেলওয়ে প্রকৌশলী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ১৫
বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের সময় রেলওয়ে প্রকৌশলী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় রেলওয়ের এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে রেলওয়ে জংশন স্টেশন থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত বি এম সেলিম রেলওয়ে লালমনিরহাট বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর উপ-সহকারী পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁরা ৩ নম্বর প্ল্যাটফর্মে কয়েকটি কার্টন দেখতে পান। পরে তাঁরা কার্টনসহ ওই প্রকৌশলীকে আটক করেন। কার্টনগুলোয় বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পরিদর্শক নূর এ নবী আজকের পত্রিকাকে বলেন, বি এম সেলিম রেলওয়ের এসব মূল্যবান পণ্য খুলনাগামী ৭৪৮ নম্বর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। গতকাল শনিবার দুপুরে মামলার পর বি এম সেলিমকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত