Ajker Patrika

আ.লীগের ৩ নেতার ওপর হামলার অভিযোগ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
Thumbnail image

চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে রহমতপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

এতে রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কামরুল হাসান খান, মো. শিপন ও আবু জায়েদ আহত হয়েছেন।

হামলার শিকার শিপন বলেন, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রহমতপুর ইউনিয়নের সীমান্তবর্তী বেড়িবাঁধ আইপিএল মাঠে বসে খেলা দেখার সময় সুমন ওরফে ভিডিও সুমনের নেতৃত্বে মুন্না, সকান ও জনিসহ ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ তাঁর ওপর হামলা করেন। পরে তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এদিকে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খানের বাড়ির সামনে শাখাওয়াত ও বেচনসহ ১০ থেকে ১৫ জন মুখোশধারী কামরুল হাসান খান ও ইউপি সদস্য আবু জাহেদের ওপর অতর্কিত হামলা করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হামলাকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, হামলার বিষয়ে শুনেছি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত