Ajker Patrika

পশুর হাটে স্বাস্থ্যবিধি উধাও

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ০৭
পশুর হাটে স্বাস্থ্যবিধি উধাও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাপ্তাহিক পশুর হাটে স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা। হাটে আসা অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। সামাজিক দূরত্বও উধাও।

গতকাল মঙ্গলবার পৌরশহরের কলেজপাড়ায় সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই। অনেকের মুখেই মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও কথা বলার সুবিধার্থে মুখ থেকে তা নামিয়ে রেখেছেন গলায়। হাট কমিটির পক্ষ থেকেও সচেতনতামূলক তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ছাড়া হাত ধোয়ার ব্যবস্থা নেই। স্যানিটাইজারের ব্যবহার হাটের কোথাও দেখা যায়নি। মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে কয়েকজন তড়িঘড়ি করে পকেট থেকে মাস্ক বের করেন।

পশুবিক্রেতা হারুন মিয়া জানান, কসবার গোপীনাথপুর থেকে সাপ্তাহিক এ হাটে পশু নিয়ে আসেন তিনি। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক নিয়মিত পরি। তবে আজকে পরিনি।’

পশুর ক্রেতা আখাউড়ার মোগড়া ইউনিয়নের সওকত জানান, উপজেলার সবচেয়ে বড় পশুর হাট এটি। সপ্তাহে মঙ্গলবার এ হাট বসে। পার্শ্ববর্তী উপজেলা থেকে মানুষ কেনাবেচা করতে আসে বলে এই হাটে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম নজরদারি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক পশুর হাটের কয়েকজন ইজারাদার জানান, সবাইকে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে। তার পরও হাটে আসা ক্রেতা-বিক্রেতারা কথা শুনছেন না। মূলত গ্রামের মানুষ সচেতন নয়। তাই স্বাস্থ্যবিধি রক্ষা করা যাচ্ছে না।

এ ব্যাপারে আখাউড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সরকারি বিধিনিষেধ মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। তার পরও যারা বিধিনিষেধ মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত