Ajker Patrika

কৌতুক অভিনেতা রনিকে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
কৌতুক অভিনেতা রনিকে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে সিনেমা দেখতে এসে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এ সময় তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই রনির বন্ধু তহুরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। এ ঘটনায় আল আমিন মোল্লা নামের একজনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় পৌর শহরের গাড়িষাপাড়া মহল্লার চাল ব্যবসায়ী সাবলু মোল্লাকে (৪৫) প্রধান আসামি করা হয়েছে। মামলায় চার-পাঁচজনের নাম উল্লেখসহ ছয়-সাতজনকে আসামি করা হয়।

ভুক্তভোগী আবু হেনা রনি বলেন, শুক্রবার সন্ধ্যায় গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখতে এসেছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁরা একটি প্রাইভেট কারে আসেন। কারটি সিনেমা হলের পাশের ফাঁকা জায়গায় রেখে পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় আরেকটি প্রাইভেট কারে সেখানে আসেন সাবলু মোল্লা। গাড়ি পার্ক করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রনি ও তাঁর বন্ধুদের গালিগালাজ শুরু করেন সাবলু। এ সময় স্থানীয় বাসিন্দারা সাবলুকে বাধা দেন। এতে আরও ক্ষিপ্ত হন তিনি। মোবাইল ফোনে কল করে আরও ৮-১০ জনকে ঘটনাস্থলে নিয়ে আসেন সাবলু। পরে রনিদের ওপর হামলা চালানো হয়। রনির কারের সামনের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবলু মোল্লার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত