Ajker Patrika

অসাম্প্রদায়িক চেতনা নষ্টের তৎপরতা রুখতে হবে: তথ্যমন্ত্রী

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ১৭
অসাম্প্রদায়িক  চেতনা নষ্টের  তৎপরতা রুখতে হবে: তথ্যমন্ত্রী

যাঁরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করতে তৎপর, তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে শংকর মঠ ও মিশনের শতবর্ষ পূর্তি উৎসব উদ্‌যাপনের পঞ্চম দিনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই বাঙালি, আমরা এ দেশ-মায়ের সন্তান।’

তথ্যমন্ত্রী আরও বলেন, চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা শংকর মঠ ও মিশন সত্যিই অতুলনীয়। শতবর্ষী এ মঠ ও মিশনে দেশ ও মানব জাতির কল্যাণে ধর্মচর্চায় নিবেদিত রয়েছেন অগণিত সাধু-সন্ন্যাসী।

মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তারানা গিরির সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এম আল মাইন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বাউল আলো। স্বাগত বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নিবাসী স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত