Ajker Patrika

নরসুন্দা নদীর জায়গা দখলমুক্ত করার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫: ০৫
নরসুন্দা নদীর জায়গা দখলমুক্ত করার দাবি

কিশোরগঞ্জে নরসুন্দা নদী প্রকল্পের নকশা অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির। তিনি বলেন, ‘২০১৫ সালের ৩০ জানুয়ারি শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে নরসুন্দা নদী প্রকল্পের নকশা অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশের মাধ্যমে এ আন্দোলনের শুরু। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৪ জন সচিবের উপস্থিতিতে গণশুনানি হয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে আমাদের দাবির সত্যতা প্রমাণিত হয়। কিন্তু এরপর বিষয়টি নিয়ে কোনো আলোর পথ আমরা দেখিনি। আমরা গত সোমবার জেলা প্রশাসক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এ নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। এমন নির্দেশনা থাকার পরও নরসুন্দা প্রকল্পের জায়গা ব্যক্তি বা প্রতিষ্ঠান কীভাবে দখল করে তা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের প্রশ্ন? ডিপিপি অনুযায়ী নরসুন্দা প্রকল্পের নকশা বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত