Ajker Patrika

লাইসেন্স ছাড়া সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩০
লাইসেন্স ছাড়া সার বিক্রি  ব্যবসায়ীকে জরিমানা

তেরখাদায় লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাচুনিয়া বাজারে মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী খান খোশবুল আলমকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ বিষয়ে আবিদা সুলতানা বলেন, উপজেলার নাচুনিয়া বাজারে লাইসেন্স ছাড়া সার বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে এমন খবরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।

এ সময় বাজারের মেসার্স খান ট্রেডার্স এর স্বত্বাধিকারী খান খোশবুল আলমকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের সব বীজ ও সার ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত