কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণের গতি কমাতে আজ শুক্রবার থেকে মাঠে নামছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। প্রাথমিক পর্যায়ে বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কার্যক্রম চালাবে তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। এতে এ ঘোষণা দেওয়া হয়।
আশঙ্কাজনক গতিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক সপ্তাহ আগেও কুমিল্লা যেখানে শূন্য শনাক্তের দিন পার করেছিল, সেখানে দিনে ৩০ জনের বেশি শনাক্ত হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘ওমিক্রন বিষয়ে জনসচেতনতা ও সরকারি বিধিনিষেধ পালনে এ সপ্তাহ থেকে মাঠে থাকবে স্বাস্থ্য প্রশাসন। জেলায় মাইকিং প্রচারপত্র বিলিসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘ওমিক্রন নিয়ে আমরা ২৪ ঘণ্টার সেবা চালু করেছি। করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে। অক্সিজেন সেবা, ২৪ ঘণ্টার হটলাইন, টেলিমেডিসিন সেবা, নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ডিসেম্বর মাসে বেশিরভাগ দিনই করোনায় শনাক্ত বিহীন ছিল কুমিল্লা। এ বছরের পয়লা জানুয়ারিতে শনাক্ত ছিল তিনজন। অথচ গতকাল শনাক্ত ৩৪ জন।
সর্বশেষ সাত দিনের পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায়, আক্রান্তের হার ৭ জানুয়ারি ২ দশমিক ১ শতাংশ, ৮ জানুয়ারি ৭ দশমিক ১ শতাংশ, ৯ জানুয়ারি শূন্য শতাংশ, ১০ জানুয়ারি ৬ দশমিক ৫ শতাংশ, ১১ জানুয়ারি ৭ দশমিক ৫ শতাংশ, ১২ জানুয়ারি ১৩ দশমিক ৭ শতাংশ ও গতকাল ছিল ১৩ দশমিক ৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। মোট জনগোষ্ঠীর ৪১ দশমিক ৫ শতাংশ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৮ লাখ ৭২ হাজার ৯৩৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০২ জন। এ ছাড়া ৭৬ দশমিক ৫ শতাংশ স্কুল শিক্ষার্থী টিকা নিয়েছেন। মোট ৫ লাখ ৩০ হাজার ৮৩৮ শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৬ হাজার ২২ জন।
গতকাল বৃহস্পতিবার বর্তমান করোনা পরিস্থিতি, টিকা ও স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইক বিন আলম।
কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণের গতি কমাতে আজ শুক্রবার থেকে মাঠে নামছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। প্রাথমিক পর্যায়ে বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কার্যক্রম চালাবে তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। এতে এ ঘোষণা দেওয়া হয়।
আশঙ্কাজনক গতিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক সপ্তাহ আগেও কুমিল্লা যেখানে শূন্য শনাক্তের দিন পার করেছিল, সেখানে দিনে ৩০ জনের বেশি শনাক্ত হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘ওমিক্রন বিষয়ে জনসচেতনতা ও সরকারি বিধিনিষেধ পালনে এ সপ্তাহ থেকে মাঠে থাকবে স্বাস্থ্য প্রশাসন। জেলায় মাইকিং প্রচারপত্র বিলিসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘ওমিক্রন নিয়ে আমরা ২৪ ঘণ্টার সেবা চালু করেছি। করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে। অক্সিজেন সেবা, ২৪ ঘণ্টার হটলাইন, টেলিমেডিসিন সেবা, নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ডিসেম্বর মাসে বেশিরভাগ দিনই করোনায় শনাক্ত বিহীন ছিল কুমিল্লা। এ বছরের পয়লা জানুয়ারিতে শনাক্ত ছিল তিনজন। অথচ গতকাল শনাক্ত ৩৪ জন।
সর্বশেষ সাত দিনের পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায়, আক্রান্তের হার ৭ জানুয়ারি ২ দশমিক ১ শতাংশ, ৮ জানুয়ারি ৭ দশমিক ১ শতাংশ, ৯ জানুয়ারি শূন্য শতাংশ, ১০ জানুয়ারি ৬ দশমিক ৫ শতাংশ, ১১ জানুয়ারি ৭ দশমিক ৫ শতাংশ, ১২ জানুয়ারি ১৩ দশমিক ৭ শতাংশ ও গতকাল ছিল ১৩ দশমিক ৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। মোট জনগোষ্ঠীর ৪১ দশমিক ৫ শতাংশ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৮ লাখ ৭২ হাজার ৯৩৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০২ জন। এ ছাড়া ৭৬ দশমিক ৫ শতাংশ স্কুল শিক্ষার্থী টিকা নিয়েছেন। মোট ৫ লাখ ৩০ হাজার ৮৩৮ শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৬ হাজার ২২ জন।
গতকাল বৃহস্পতিবার বর্তমান করোনা পরিস্থিতি, টিকা ও স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইক বিন আলম।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫