Ajker Patrika

আনসার-ভিডিপির ১২ সদস্য পেলেন পুরস্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি
আনসার-ভিডিপির ১২ সদস্য পেলেন পুরস্কার

শেরপুরের নকলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৫৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আনসার ও ভিডিপি সমাবেশে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারের মধ্যে ছিল ছয়টি বাইসাইকেল, আটটি ছাতা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, থানার তদন্ত কর্মকর্তা ইসকান্দর হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হরিদাসী রাণী সাহা, নালিতাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক জোবায়ের হোসেন প্রমুখ।

এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত