Ajker Patrika

নৌকায় আগুন দিল দুর্বৃত্তরা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৫৯
নৌকায় আগুন দিল দুর্বৃত্তরা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপিতে নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চন্দ্রপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবর রহমান।

প্রচারের অংশ হিসেবে নওদাবাস মাদ্রাসার সামনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় রয়েছে। কার্যালয়ের সামনে বড় আকারের কাগজের তৈরি নৌকা প্রদর্শন করা ছিল। গত বৃহস্পতিবার মধ্যরাতে দুর্বৃত্তরা সেই নৌকা আগুনে পুড়িয়ে দেয় এবং কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে। গত শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবর রহমান বলেন, ‘বিষয়টা জানার পর পুলিশে জানিয়েছি। এখনো লিখিত অভিযোগ দিইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত