ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নয়তলা নতুন ভবনে পাঁচটির মধ্যে সচল মাত্র দুটি লিফট। বিদ্যুৎ চলে গেলে বন্ধ থাকে আরও একটি। এদিকে একটি মাত্র সিঁড়ি থাকলেও সেটি সরু হওয়ায় সেখানে ভিড় জমে যায়। এ অবস্থায় ভিড় ঠেলেই অনেক রোগীকে চিকিৎসাসেবা নিতে কষ্ট করে নয়তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হয়। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জসহ কয়েকটি জেলার অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। ২৫০ বেডের হাসপাতাল হিসেবে পরিচিতি পেলেও এতে বর্তমানে ৫০০ বেড রয়েছে। কিন্তু নয়তলা ভবনটিতে লিফটসংকট থাকায় অসংখ্য রোগী ও তাঁদের স্বজনেরা দুর্ভোগে পড়েন বলে অভিযোগ রয়েছে। ভবনটিতে মোট পাঁচটি লিফট স্থাপন করা হলেও চালু রয়েছে দুটি। এর মধ্যে একটি আবার বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে। এ অবস্থায় মাত্র একটি লিফট এবং সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয়।
গতকাল সোমবার বেলা ২টায় সরেজমিনে দেখা যায়, ভবনটির একটি লিফটের সামনে প্রচণ্ড ভিড়। কেউ রোগীকে ট্রলিতে শুইয়ে, কেউ ব্যাগ হাতে লিফটের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আবার উপায়ান্তর না দেখে সিঁড়ি দিয়েই ওঠানামা করছেন। কিন্তু সিঁড়িটি সরু হওয়ায় সেখানেও রীতিমতো ভিড় লেগে থাকে। এ সময় ওঠানামা করতে ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোগীর স্বজনদের।
বোনের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার জন্য দুই মাস ধরে হাসপাতালে অবস্থান করছেন মাদারীপুরের সুমন হাওলাদার। তিনি বলেন, ‘আমি এখানে আসার পর থেকে তিনটি লিফট চালু দেখেছিলাম। কিন্তু কিছুদিন পর একটি লিফট বন্ধ হয়ে যায়। আজ দেখা যাচ্ছে, একটিচালু আছে। এই একটি লিফটে রোগী, খাবারের ট্রলি ও হাসপাতালের প্রয়োজনীয় মালপত্র নেওয়া হচ্ছে। মানুষ ওঠার সুযোগই পাচ্ছেন না।’
সুমন বলেন, ‘হাসপাতালে তো অসুস্থ মানুষ আসেন, তাঁরা তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন না। দু-তিনতলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠা যায়, কিন্তু তার ওপরে উঠতে মানুষকে কষ্ট করতে হচ্ছে। লিফট বন্ধ থাকায় মানুষ সিঁড়ি দিয়ে ঠেলাঠেলি করে ওঠানামা করছেন।’
হাসপাতালের পঞ্চমতলায় গিয়ে দেখা যায়, ওই লিফটের সামনে তিনজন রোগীকে ট্রলিতে শুইয়ে অপেক্ষা করছেন স্বজনেরা। এ সময় অন্যদের নামিয়ে দিয়ে রোগী ওঠাতে দেখা যায়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রাম থেকে ৫ বছর বয়সী বাচ্চার চিকিৎসার জন্য এসেছেন।
হাবিবুল্লাহ বলেন, ‘লিফট না থাকায় ওঠানামায় খুব সমস্যা হচ্ছে। গুরুতর অসুস্থ রোগী নিয়ে ১০ মিনিট থেকে আধাঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’
হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘লিফটের সমস্যা নিয়ে আমরাও ভোগান্তির মধ্যে আছি। বিষয়টি নিয়ে আমরা গণপূর্তকে চিঠিও দিয়েছি। তাঁরা জানিয়েছেন, পর্যাপ্ত ফান্ড না থাকায় লিফটের কাজ করা যাচ্ছে না।’
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নয়তলা নতুন ভবনে পাঁচটির মধ্যে সচল মাত্র দুটি লিফট। বিদ্যুৎ চলে গেলে বন্ধ থাকে আরও একটি। এদিকে একটি মাত্র সিঁড়ি থাকলেও সেটি সরু হওয়ায় সেখানে ভিড় জমে যায়। এ অবস্থায় ভিড় ঠেলেই অনেক রোগীকে চিকিৎসাসেবা নিতে কষ্ট করে নয়তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হয়। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জসহ কয়েকটি জেলার অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। ২৫০ বেডের হাসপাতাল হিসেবে পরিচিতি পেলেও এতে বর্তমানে ৫০০ বেড রয়েছে। কিন্তু নয়তলা ভবনটিতে লিফটসংকট থাকায় অসংখ্য রোগী ও তাঁদের স্বজনেরা দুর্ভোগে পড়েন বলে অভিযোগ রয়েছে। ভবনটিতে মোট পাঁচটি লিফট স্থাপন করা হলেও চালু রয়েছে দুটি। এর মধ্যে একটি আবার বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে। এ অবস্থায় মাত্র একটি লিফট এবং সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয়।
গতকাল সোমবার বেলা ২টায় সরেজমিনে দেখা যায়, ভবনটির একটি লিফটের সামনে প্রচণ্ড ভিড়। কেউ রোগীকে ট্রলিতে শুইয়ে, কেউ ব্যাগ হাতে লিফটের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আবার উপায়ান্তর না দেখে সিঁড়ি দিয়েই ওঠানামা করছেন। কিন্তু সিঁড়িটি সরু হওয়ায় সেখানেও রীতিমতো ভিড় লেগে থাকে। এ সময় ওঠানামা করতে ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোগীর স্বজনদের।
বোনের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার জন্য দুই মাস ধরে হাসপাতালে অবস্থান করছেন মাদারীপুরের সুমন হাওলাদার। তিনি বলেন, ‘আমি এখানে আসার পর থেকে তিনটি লিফট চালু দেখেছিলাম। কিন্তু কিছুদিন পর একটি লিফট বন্ধ হয়ে যায়। আজ দেখা যাচ্ছে, একটিচালু আছে। এই একটি লিফটে রোগী, খাবারের ট্রলি ও হাসপাতালের প্রয়োজনীয় মালপত্র নেওয়া হচ্ছে। মানুষ ওঠার সুযোগই পাচ্ছেন না।’
সুমন বলেন, ‘হাসপাতালে তো অসুস্থ মানুষ আসেন, তাঁরা তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন না। দু-তিনতলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠা যায়, কিন্তু তার ওপরে উঠতে মানুষকে কষ্ট করতে হচ্ছে। লিফট বন্ধ থাকায় মানুষ সিঁড়ি দিয়ে ঠেলাঠেলি করে ওঠানামা করছেন।’
হাসপাতালের পঞ্চমতলায় গিয়ে দেখা যায়, ওই লিফটের সামনে তিনজন রোগীকে ট্রলিতে শুইয়ে অপেক্ষা করছেন স্বজনেরা। এ সময় অন্যদের নামিয়ে দিয়ে রোগী ওঠাতে দেখা যায়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রাম থেকে ৫ বছর বয়সী বাচ্চার চিকিৎসার জন্য এসেছেন।
হাবিবুল্লাহ বলেন, ‘লিফট না থাকায় ওঠানামায় খুব সমস্যা হচ্ছে। গুরুতর অসুস্থ রোগী নিয়ে ১০ মিনিট থেকে আধাঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’
হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘লিফটের সমস্যা নিয়ে আমরাও ভোগান্তির মধ্যে আছি। বিষয়টি নিয়ে আমরা গণপূর্তকে চিঠিও দিয়েছি। তাঁরা জানিয়েছেন, পর্যাপ্ত ফান্ড না থাকায় লিফটের কাজ করা যাচ্ছে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫