Ajker Patrika

কোম্পানীগঞ্জে তরুণকে কুপিয়ে জখম, মারধর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১১: ২৮
কোম্পানীগঞ্জে তরুণকে কুপিয়ে জখম, মারধর

কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে শাহাব উদ্দিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শাহাব উদ্দিন পাড়ুয়া মাঝপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর ধান খাওয়া নিয়ে পাড়ুয়া মাঝপাড়া গ্রামের কদ্দুছ, সালোয়ার ও সিরাজ মিয়ার সঙ্গে শাহাব উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সালোয়ার ধারালো অস্ত্র দিয়ে শাহাব উদ্দিনের বুকে উপর্যুপরি আঘাত করে। এ সময় সালোয়ারের সহযোগীরাও তাঁকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শাহাব উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত