আজকের পত্রিকা ডেস্ক
করোনার সংক্রমণ ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের মার্চে বিশ্বের বেশির ভাগ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ ২০ মাসের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো দেশটি। গতকাল সোমবার থেকে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। করোনা পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘ এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলেছিল যুক্তরাজ্য, ইইউসহ ৩০টিরও বেশি দেশের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রায়। কারণ, এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে পারায় তাঁদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
নতুন নিয়মের অধীনে বিদেশি ভ্রমণকারীদের বিমানে ওঠার আগে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে, ভ্রমণের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে ও নেগেটিভ সনদ থাকতে হবে এবং পর্যটকদের সঙ্গে যোগাযোগের তথ্য হস্তান্তর করতে হবে। তবে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।
নতুন এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। ৬৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অ্যালিসন হেনরি এএফপিকে বলেন, ‘এটি খুবই কষ্টদায়ক। আমি কেবল আমার ছেলেকে দেখতে চাই।’ দীর্ঘ ২০ মাস বিচ্ছিন্ন থাকার পর এখন ছেলের সঙ্গে দেখা করতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটিশ এই নারী।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশপথ টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য পুরোপুরি খুলে গেলেও স্থলসীমান্ত খুলবে দুই ধাপে। প্রথম ধাপে পারিবারিক বা পর্যটন ভ্রমণের জন্য টিকা নেওয়া থাকতে হবে। তবে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থলসীমানা খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া জরুরি প্রয়োজনে টিকা না নেওয়া পর্যটকেরাও দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন; যা দেড় বছর ধরে চালু ছিল।
দ্বিতীয় ধাপে আগামী জানুয়ারির শুরুর দিক থেকে স্থলপথে যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য সব পর্যটকের টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকতে হবে। ভ্রমণের উদ্দেশ্য যা-ই হোক না কেন, এ সিদ্ধান্ত স্থলপথের সব পর্যটকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া সব ভ্যাকসিন নেওয়া যাত্রীরা আকাশপথে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
এদিকে সদ্য শিথিল করা নিয়মের সুবিধা নেওয়ার আশায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জড়ো হয়েছেন হাজার হাজার অভিবাসী। আর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা অন্তত ৫০ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণ ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের মার্চে বিশ্বের বেশির ভাগ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ ২০ মাসের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো দেশটি। গতকাল সোমবার থেকে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। করোনা পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘ এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলেছিল যুক্তরাজ্য, ইইউসহ ৩০টিরও বেশি দেশের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রায়। কারণ, এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে পারায় তাঁদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
নতুন নিয়মের অধীনে বিদেশি ভ্রমণকারীদের বিমানে ওঠার আগে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে, ভ্রমণের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে ও নেগেটিভ সনদ থাকতে হবে এবং পর্যটকদের সঙ্গে যোগাযোগের তথ্য হস্তান্তর করতে হবে। তবে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।
নতুন এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। ৬৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অ্যালিসন হেনরি এএফপিকে বলেন, ‘এটি খুবই কষ্টদায়ক। আমি কেবল আমার ছেলেকে দেখতে চাই।’ দীর্ঘ ২০ মাস বিচ্ছিন্ন থাকার পর এখন ছেলের সঙ্গে দেখা করতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটিশ এই নারী।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশপথ টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য পুরোপুরি খুলে গেলেও স্থলসীমান্ত খুলবে দুই ধাপে। প্রথম ধাপে পারিবারিক বা পর্যটন ভ্রমণের জন্য টিকা নেওয়া থাকতে হবে। তবে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থলসীমানা খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া জরুরি প্রয়োজনে টিকা না নেওয়া পর্যটকেরাও দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন; যা দেড় বছর ধরে চালু ছিল।
দ্বিতীয় ধাপে আগামী জানুয়ারির শুরুর দিক থেকে স্থলপথে যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য সব পর্যটকের টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকতে হবে। ভ্রমণের উদ্দেশ্য যা-ই হোক না কেন, এ সিদ্ধান্ত স্থলপথের সব পর্যটকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া সব ভ্যাকসিন নেওয়া যাত্রীরা আকাশপথে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
এদিকে সদ্য শিথিল করা নিয়মের সুবিধা নেওয়ার আশায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জড়ো হয়েছেন হাজার হাজার অভিবাসী। আর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা অন্তত ৫০ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪