নওগাঁ প্রতিনিধি
ছোট্ট একটি বাজারের এক পাশে মসজিদ আর অন্য পাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে আর কেউ যাচ্ছেন দেবী-দর্শনে। এখানে আসা ব্যক্তিরা স্বাধীনভাবে যাঁর যাঁর ধর্ম পালন করছেন। ধর্মীয় সম্প্রীতির এমন এক উজ্জ্বল নিদর্শন নওগাঁর নিয়ামতপুরে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবপুর বাজারে মাত্র ১০০ গজের ব্যবধানে গড়ে উঠেছে শিবপুর বারোয়ারি দুর্গামন্দির ও শিবপুর জামে মসজিদ। মসজিদের মিনার আর মন্দিরের চূড়া দাঁড়িয়ে আছে পাশাপাশি। মসজিদ ও মন্দির পাশাপাশি থাকায় এখানকার দুই ধর্মের মানুষ একে অন্যের ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারছেন।
যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বী ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে ধর্মীয় উৎসব উদ্যাপন করছেন। এভাবে সম্প্রীতির শিক্ষা ছড়াচ্ছে এই দুই ধর্মীয় প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাচীনকাল থেকে এই মন্দির ও মসজিদ পাশাপাশি। ২০০৮ সালে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে মন্দির ও মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, বহুকাল ধরেই দুই ধর্মের মানুষ কাছাকাছি অবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করছেন। আরেক বাসিন্দা আবু তালেব বলেন, মন্দিরে প্রায়ই অনেক রাত পর্যন্ত পূজা-অর্চনা ও কীর্তন হয়। এতে কারও কোনো সমস্যা হয় না। স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক সাজু রহমান জানান, ‘নতুন প্রজন্ম এই মন্দির এবং মসজিদ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তী বলেন, ‘এখানে উভয় ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। নামাজের সময় আমরা আমাদের বাদ্যযন্ত্রের আওয়াজ নিয়ন্ত্রণে রাখি, যেন তাঁদের সমস্যা না হয়।’
এদেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ অঞ্চলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে প্রথমে মসজিদের ও পরে মন্দিরের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যাতে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারেন। সম্প্রীতির এই বন্ধন সামনের দিনেও অটুট থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ছোট্ট একটি বাজারের এক পাশে মসজিদ আর অন্য পাশে মন্দির। সময় হলে কেউ যাচ্ছেন নামাজে আর কেউ যাচ্ছেন দেবী-দর্শনে। এখানে আসা ব্যক্তিরা স্বাধীনভাবে যাঁর যাঁর ধর্ম পালন করছেন। ধর্মীয় সম্প্রীতির এমন এক উজ্জ্বল নিদর্শন নওগাঁর নিয়ামতপুরে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবপুর বাজারে মাত্র ১০০ গজের ব্যবধানে গড়ে উঠেছে শিবপুর বারোয়ারি দুর্গামন্দির ও শিবপুর জামে মসজিদ। মসজিদের মিনার আর মন্দিরের চূড়া দাঁড়িয়ে আছে পাশাপাশি। মসজিদ ও মন্দির পাশাপাশি থাকায় এখানকার দুই ধর্মের মানুষ একে অন্যের ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারছেন।
যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বী ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে ধর্মীয় উৎসব উদ্যাপন করছেন। এভাবে সম্প্রীতির শিক্ষা ছড়াচ্ছে এই দুই ধর্মীয় প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাচীনকাল থেকে এই মন্দির ও মসজিদ পাশাপাশি। ২০০৮ সালে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে মন্দির ও মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, বহুকাল ধরেই দুই ধর্মের মানুষ কাছাকাছি অবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করছেন। আরেক বাসিন্দা আবু তালেব বলেন, মন্দিরে প্রায়ই অনেক রাত পর্যন্ত পূজা-অর্চনা ও কীর্তন হয়। এতে কারও কোনো সমস্যা হয় না। স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক সাজু রহমান জানান, ‘নতুন প্রজন্ম এই মন্দির এবং মসজিদ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তী বলেন, ‘এখানে উভয় ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। নামাজের সময় আমরা আমাদের বাদ্যযন্ত্রের আওয়াজ নিয়ন্ত্রণে রাখি, যেন তাঁদের সমস্যা না হয়।’
এদেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ অঞ্চলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে প্রথমে মসজিদের ও পরে মন্দিরের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যাতে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারেন। সম্প্রীতির এই বন্ধন সামনের দিনেও অটুট থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪