Ajker Patrika

অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৪
অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার

নড়াইল জেলার প্রায় অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের শ্রদ্ধা জানাতে কোনো শহীদ মিনার স্থাপিত হয়নি। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাঁদের নিজ খরচে খুব শিগগিরই শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। এর মধ্যে ১১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এর মধ্যে ৪৫টি কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার একটিতেও শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ৯টি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজও রয়েছে। জেলায় ৪৯৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শহীদ মিনার রয়েছে ১২৭ টিতে এবং ৩৬৮ টিতে নেই।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম ছায়েদুর রহমান বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রতি বছরই পাঠানো হয়। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে প্রতি বছর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করে দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্থানীয় সহায়তা এবং জেলা পরিষদ ও এলজিইডি অফিস থেকেও প্রতি বছর দুএকটি করে শহীদ মিনার তৈরি হচ্ছে বলে জানান।

নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুণাভ রায় জানান, আমাদের নিয়মে রয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কাজের বরাদ্দ আসে সেসব প্রতিষ্ঠানের প্রধানেরা যদি শহীদ মিনার তৈরি করে দিতে বলেন তাহলে আমরা নির্মাণ করে দেই। তবে তাঁরা যদি না চান তাহলে আমরা করতে পারি না। তবে আমি নড়াইলে গত ২০২১ সালে যোগদান করার পর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার করে দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ