Ajker Patrika

বিদ্যুৎ বিল পরিশোধের পরও সংযোগ বিচ্ছিন্ন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২০: ৩২
বিদ্যুৎ বিল পরিশোধের পরও সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গত শনিবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কুশুলিয়া (চন্ডিতলা) গ্রামের ব্যবসায়ী ভোলানাথ সরদার।

এ সময় ভোলানাথ সরদার বলেন, ‘পল্লি বিদ্যুতের কৃষ্ণনগর শাখার এজিএম স্বপন কুমার পাল ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান জসিম উদ্দীন বিল পরিশোধিত থাকার পরও প্রতিহিংসা বশত ৩টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এ কারণেই আমি ও আমার প্রতিষ্ঠানের ৮ জন ব্যবসায়ীর গত এক সপ্তাহ যাবৎ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।’

ভোলানাথ সরদার আরও বলেন, ‘কালীগঞ্জ বাঁশতলা সড়কের চন্ডিতলা সড়কের উত্তর পাশের ফুটপাত দখল করে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল ইসলাম ও কুশুলিয়া গ্রামের অরুপ মণ্ডল দালান নির্মাণ করছেন। গত পাঁচ বছর ধরে তাঁরা এর নির্মাণ কাজ চলমান রেখেছেন। তাঁরা নিয়ম না মেনে কালীগঞ্জ বাঁশতলা মেইন বিদ্যুৎ লাইনের উচ্চ ভোল্টেজ কেবলের নিচে কাজ করছে। এ সড়কের দক্ষিণ পাশে আমার রের্কডিও সম্পত্তিতে আমি ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। কিন্তু ওই ব্যাক্তিদের আবেদনের প্রেক্ষিতে এজিএম ও লাইনম্যান অবৈধভাবে উত্তর ধারের বিদ্যুতের খুঁটি আমার সম্পত্তিতে বসানোর পাঁয়তারা করছেন। এ ছাড়া আমার ও অন্যান্য ব্যবসায়ীর ক্ষতিসাধন করতে বিনা নোটিশে লাইনম্যান জসিম তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেন।’

ফুটপাত দখলের প্রতিবাদ ও এজিএম এবং লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদ্যুতের খুঁটি যেন রাস্তা ক্রস না করে সে দাবি জানান ভোলানাথ সরদার। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জিএম, ডিজিএম বরাবর লিখিতভাবে আবেদন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত