Ajker Patrika

ছেলেদের চ্যাম্পিয়ন সিলেট মেয়েদের সেরা রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ০৩
ছেলেদের চ্যাম্পিয়ন সিলেট মেয়েদের সেরা রংপুর

লড়াইটা শুরু হয়েছিল ঠিক এক বছর আগে। শুরুতে উপজেলা, পরে জেলা পর্যায়ে হয়ে লড়াইটা হয়েছে বিভাগে বিভাগে। সেরা বিভাগের লড়াইটা হয়েছে গতকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে ছেলেদের সেরা হয়েছে সিলেট বিভাগ। মেয়েদের চ্যাম্পিয়ন রংপুর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে টুর্নামেন্টে ছেলেদের খেলা শুরু হয়েছিল উপজেলা পর্যায় থেকে। মেয়েরা খেলেছে জেলা পর্যায়ে। ধাপে ধাপে সেরা খেলোয়াড়দের নিয়ে হয়েছে বিভাগীয় ফুটবল দল। ৪০ জন করে বাছাই করা কিশোর-কিশোরীকে নিয়ে হয়েছে তিন মাসের প্রশিক্ষণ ক্যাম্প। এই বাছাই করা ফুটবলারদের মধ্য থেকে ছেলেদের ও মেয়েদের একটি দলকে ব্রাজিল বা অন্য কোনো দেশে প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে রাজশাহীকে হারিয়েছে সিলেট। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। মেয়েদের ম্যাচে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। দুই দলই পাচ্ছে ৩ লাখ টাকা করে পুরস্কার। অতীতে টুর্নামেন্টের ফাইনাল গ্যালারিতে বসে উপভোগ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ফাইনালে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে ফুটবলারদের মনোযোগ দিয়ে খেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঘোষণা দিয়েছেন প্রতিটি বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) গড়ে তোলার।

ট্রফি সামনে রেখে উচ্ছ্বসিত বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন সিলেটের। গতকাল কমলাপুরেছেলেদের বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেটের অনিক দেব মারমা। ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রীর সামনে পুরস্কার নিতে পেরে গর্ব অনুভব হচ্ছে হবিগঞ্জের এই ফুটবলারের, ‘আমি চিন্তাও করিনি সেরা খেলোয়াড় হতে পারব। তবে অনুশীলনে অনেক পরিশ্রম করেছি, তাই ভালো করেছি। প্রধানমন্ত্রীর সামনে পুরস্কার নেওয়া অন্য রকম অনুভূতি। আমার স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলা।’

জাতীয় দলে খেলার স্বপ্ন নারী বিভাগে সেরা ফুটবলার রংপুরের নাসরিন আক্তারেরও। ২০১৯ সালে জেএফএ কাপে খেলা এই কিশোরী ফুটবলার বলল, ‘সেরা খেলোয়াড় হতে পেরে খুব ভালো লাগছে। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে আমি আনন্দিত। দলের সবার সমর্থন ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত