Ajker Patrika

পদ্মায় জালে ধরা ১৫ কেজির কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮: ১৩
পদ্মায় জালে ধরা ১৫ কেজির কাতল

রাজ বাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে এটি ধরা পড়ে। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

কৃষ্ণ হালদার জানান, গতকাল অনেক ভোরে মাছ ধরতে পদ্মায় যান। সকাল ৬টার দিকে জাল তুলতেই দেখেন বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে খুবই ভালো লাগছে। মাছটি বিক্রির জন্য সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারের সৈকে মোল্লার আড়তে নিয়ে আসেন। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকা দিয়ে কেনেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ত থেকে কিনেছেন। এখন মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করবেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত