নাগরপুর প্রতিনিধি
নাগরপুরে ছয় দিনেও পুকুরে মাছ হত্যার প্রতিকার পাননি এক মাছচাষি। পূর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রতিকার না পেয়ে গতকাল সাংবাদিকদের জানান ওই মাছচাষি।
অভিযোগে বলা হয়, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই গ্রামের বাসিন্দা মো. সুজায়েদ হোসাইন (২৮)। ওই গ্রামে মোতালেব কাঁঠাল তলি বিলে একটি পুকুর রয়েছে। দীর্ঘ দিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছের চাষ করেন সুজায়েদ।
ওই পুকুরে এবার ১ লাখ ২০ হাজার টাকার মাছ ছাড়া হয়। মাছগুলোর বয়স তিন-চার মাস হয়েছিল। ১৩ ডিসেম্বর দিনের বেলায় হঠাৎ মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।
ভুক্তভোগী মাছচাষি সুজায়েদ হোসাইন বলেন, প্রতিবেশী মো. দিদার, আল-আমিন, আ. হালিম ও দেলরুবার সঙ্গে পুকুর লিজ নিয়ে বিরোধ হয়। তাঁরা আমাকে নানাভাবে পুকুরটি লিজ না নেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধনের হুমকিও দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আল-আমিন বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নাগরপুরে ছয় দিনেও পুকুরে মাছ হত্যার প্রতিকার পাননি এক মাছচাষি। পূর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রতিকার না পেয়ে গতকাল সাংবাদিকদের জানান ওই মাছচাষি।
অভিযোগে বলা হয়, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই গ্রামের বাসিন্দা মো. সুজায়েদ হোসাইন (২৮)। ওই গ্রামে মোতালেব কাঁঠাল তলি বিলে একটি পুকুর রয়েছে। দীর্ঘ দিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছের চাষ করেন সুজায়েদ।
ওই পুকুরে এবার ১ লাখ ২০ হাজার টাকার মাছ ছাড়া হয়। মাছগুলোর বয়স তিন-চার মাস হয়েছিল। ১৩ ডিসেম্বর দিনের বেলায় হঠাৎ মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।
ভুক্তভোগী মাছচাষি সুজায়েদ হোসাইন বলেন, প্রতিবেশী মো. দিদার, আল-আমিন, আ. হালিম ও দেলরুবার সঙ্গে পুকুর লিজ নিয়ে বিরোধ হয়। তাঁরা আমাকে নানাভাবে পুকুরটি লিজ না নেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধনের হুমকিও দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আল-আমিন বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫