Ajker Patrika

ভোট পুনর্গণনার দাবি চেয়ারম্যান প্রার্থীর

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
ভোট পুনর্গণনার দাবি চেয়ারম্যান প্রার্থীর

চতুর্থ দফায় অনুষ্ঠিত গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী শামসুজ্জামান জামাল। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

লিখিত বক্তব্যে শামসুজ্জামান জামাল বলেন, ‘ভালুকাপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৭২৯ ভোট পেলেও কারচুপির মাধ্যমে এক হাজার ৮৯৯ ভোট দেখিয়ে ২৬ ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। সদস্য ও চেয়ারম্যান প্রার্থীর ভোটের হিসেবেও মিল নেই বলে পুনরায় ভোট গণনার দাবি জানান তিনি।

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন জানিয়ে শামসুজ্জামান জামাল আরও বলেন, ‘কেন্দ্রের ভোট কেন্দ্রে প্রকাশ না করে ভোররাতে উপজেলা পরিষদ থেকে ফলাফল ঘোষণা করা হয়। এমন কিছু হবে আগে থেকে আন্দাজ করলেও কিছু করার ছিল না। জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। জনগণ প্রশাসনের এমন ফলাফল প্রত্যাখ্যান করেছে।’ বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শাহেন মোস্তুফা, তারাননুম আনিকা, মহিদ জাওয়াদ, সাদমাদ জাওয়াদ প্রমুখ।

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সাওয়ার বলেন, ভোট কারচুপির অভিযোগ তাঁরা পেয়েছেন। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ