Ajker Patrika

আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে আত্মকর্মসংস্থানমূলক একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজ বাড়ি আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নামফলক ও ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, নীলফামারীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুল রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারীর ডেপুটি কালেক্টর মো. রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত