Ajker Patrika

পাহাড়ি বালিকার পুলিশ হওয়ার স্বপ্ন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৭
পাহাড়ি বালিকার পুলিশ হওয়ার স্বপ্ন

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘গুড্ডি’। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ধারাবাহিক। দেখা যাবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ধারাবাহিকের প্রোমো বেশ দর্শকপ্রিয় হয়েছে। প্রোমোতে পাহাড়ের সাধারণ এক মেয়ের গল্প দেখানো হয়েছে।

কলেজপড়ুয়া মেয়ে গুড্ডির স্বপ্ন—পুলিশ অফিসার হওয়া। তাই সে যুক্ত হয়েছে কলেজের এন সি সি ইউনিটে। নিজের স্বপ্ন নিয়ে ভীষণ আবেগপ্রবণ গুড্ডি। পুলিশ অফিসার অনুজ চ্যাটার্জিকে সে রোলমডেল হিসেবে দেখে। এদিকে গুড্ডির স্কুলশিক্ষিকা শিরিনের সঙ্গে অনুজের সম্পর্কটা অনেক দিনের। গুড্ডির ইচ্ছে শিরিনের সঙ্গে বিয়ে হোক অনুজের। কিন্তু পরিস্থিতি ও ভাগ্য বদলে যায়। তৈরি হয় গল্পের নতুন বাঁক। চেনা-অচেনা এক ঝাঁক তারকার সমাহারে জীবনের জটিলতা ও স্বপ্ন পূরণের তাগিদের গল্প নিয়ে আসছে এই সিরিয়াল।

গুড্ডির চরিত্রে অভিনয় করবেন শ্যামৌপ্তি মুদলি। কলকাতায় জন্ম তাঁর। ডাকনাম মিষ্টি। ছোটবেলা থেকেই নাচ শিখতেন। নাচের প্রতি আগ্রহই তাঁকে অভিনয়ে এনেছে। ২০১৭ সালে ‘চোখের বালি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন শ্যামৌপ্তি। ‘পটলকুমার গানওয়ালা’, ‘দাসী’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

শ্যামৌপ্তির বিপরীতে অনুজ চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে। ছোট পর্দার বেশ পরিচিত মুখ তিনি। ইটিভি বাংলার ‘সাঁঝবেলা’ সিরিয়ালে প্রথম অভিনয় করেন তিনি। এর পর ‘রোশনি’ ও ‘দুই ভুবনের পারে’ সিরিয়ালে তাঁর অভিনয় দেখা যায়। কিন্তু তারপর দীর্ঘদিনের জন্য তিনি সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন। স্টার জলসার এই ধারাবাহিক দিয়ে তিনি নতুন করে পর্দায় ফিরছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত