আজকের পত্রিকা ডেস্ক
মুক্তিযুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে কুমিল্লায় বিজয়ের ৫০ বছরপূর্তি উদ্যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে একে একে বিভিন্ন সরকারি, আধা সরকারি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে সকাল ৮টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, বিকেলে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নারী ও শিশুদের দেশীয় খেলাধুলা, বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শপথ পাঠে অংশগ্রহণ, সন্ধ্যায় নগরীর টাউন হলে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফানুস উড়ানো, জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
হোমনা উপজেলায় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদের শহীদ মিনারে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়।
এ দিন প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, হুমায়ূন কবির, এরশাদ হোসেন, আনোয়ারুল মুজাহিদীন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুড়িচংয়ে ভোর ৬টায় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
চান্দিনায় বেলা ১১টায় একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এ এস এম শামসুল আরেফিন অতিথি ছিলেন।
দেবিদ্বারে সূর্যোদয়ের পরপরই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
মুক্তিযুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে কুমিল্লায় বিজয়ের ৫০ বছরপূর্তি উদ্যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে একে একে বিভিন্ন সরকারি, আধা সরকারি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে সকাল ৮টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, বিকেলে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নারী ও শিশুদের দেশীয় খেলাধুলা, বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শপথ পাঠে অংশগ্রহণ, সন্ধ্যায় নগরীর টাউন হলে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফানুস উড়ানো, জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
হোমনা উপজেলায় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদের শহীদ মিনারে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়।
এ দিন প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, হুমায়ূন কবির, এরশাদ হোসেন, আনোয়ারুল মুজাহিদীন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বুড়িচংয়ে ভোর ৬টায় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
চান্দিনায় বেলা ১১টায় একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এ এস এম শামসুল আরেফিন অতিথি ছিলেন।
দেবিদ্বারে সূর্যোদয়ের পরপরই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫