Ajker Patrika

ফতুল্লায় কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ১৪
ফতুল্লায় কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী (২৩)। গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় এ মামলা করা হয়।

অভিযুক্ত কারারক্ষীর নাম কাজিম উদ্দিন (৪৮)। তিনি জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। ওই নারী তাঁর আত্মীয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কারারক্ষী মামলার বাদীর স্বামীর আত্মীয়। তিনি ইতিপূর্বে টাঙ্গাইল জেলে কর্মরত ছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর তিনি নারায়ণগঞ্জে বদলি হয়ে আসেন। এর এক দিন পর সকাল ৯টায় ওই নারীর বাসায় যান। এর পর থেকে বিভিন্ন সময় ওই নারীর স্বামী কর্মস্থলে থাকার সময় যাতায়াত করতেন।

চলতি বছরের ৫ জানুয়ারি সকালে কাজিম উদ্দিন তাঁদের বাসায় যান। সে সময় ওই নারী নিজ ঘরে শুয়েছিলেন। কৌশলে তিনি তাঁর বেশ কিছু ছবি তোলেন। সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১২ জানুয়ারি ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে প্রায়ই তাঁকে ধর্ষণ করতেন তিনি। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি কাজিম উদ্দিন ওই বাসায় গিয়ে তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত