Ajker Patrika

ধসে পড়া ক্রস ড্যামে কৃষকের দুশ্চিন্তা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
ধসে পড়া ক্রস ড্যামে কৃষকের দুশ্চিন্তা

নওগাঁর নিয়ামতপুরের পাঁড়ইল ইউনিয়নের বান্দইল খালের ওপর নির্মিত ক্রস ড্যামটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ড্যামটি দুই বছর ধরে ধসে পড়লেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ড্যামটি পার হয়ে খেতে যেতে হচ্ছে কৃষকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বান্দইল-মাসনা খালের ওপর ১৪ বছর আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সংশ্লিষ্ট এলাকায় সেচ সুবিধা সম্প্রসারণের জন্য ক্রস ড্যাম নির্মাণ করে। ২০০৭-০৮ সালে ড্যামটি নির্মাণে ১২ লাখ টাকা খরচ হয়।

সরেজমিন দেখা গেছে, ক্রস ড্যামের এক পাশে ধসে পড়েছে। অন্য পাশের মাটিও আলগা হয়ে পড়ায় সেটিও যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

স্থানীয় কৃষক সহিলাল বলেন, পানির চাপে দুই বছর ক্রস ড্যামের এক পাশ ধসে পড়ে। দুই পাশ দিয়েই কৃষিকাজ এবং পারাপারের জন্য এটি ব্যবহার করতে হয়। কিন্তু দুই পাশের মাটি আলগা হয়ে পড়ায় যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

বান্দইল গ্রামের দেলোয়ার হোসেন বলেন, খালের পানি ধরে রাখতে ক্রস ড্যামটি নির্মাণ করা হয়। কিন্তু এটি ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া অনেকে সেখানে মাছ ধরে। এটি সবার জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএমডিএর সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলে সংস্কারকাজ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত