Ajker Patrika

খালেদা জিয়ার রক্তপাত বন্ধ হয়েছে, যুক্তরাষ্ট্রে নিতে চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ০৩
খালেদা জিয়ার রক্তপাত  বন্ধ হয়েছে, যুক্তরাষ্ট্রে  নিতে চায় পরিবার

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক এক সপ্তাহ আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘তিনি (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন’। গতকাল বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি আগের অবস্থাতেই আছেন।

গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আজকের পত্রিকাকে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা একই রকম। কোনো পরিবর্তন হয়নি। ফারদার কোনো ডেভেলপমেন্ট নাই।’ তবে গত দুই দিন ধরে মুখ ও পায়ুপথ দিয়ে যে রক্তপাত হচ্ছিল, সেটা এখন বন্ধ হয়েছে বলে জানান তিনি।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি এখন যে অবস্থায় আছেন, তাতে কেবল যুক্তরাষ্ট্রেই তাঁর চিকিৎসা করানো সম্ভব। এ জন্য অবিলম্বে তাঁকে সেখানে নিতে হবে। এ ছাড়া আর কোনো পথ নেই। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে অনুমতি পাওয়ার জন্য চেষ্টা চলছে বলে জানান পরিবারের সদস্যরা।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, গুরুতর অসুস্থ খালেদা কথা বলতে পারছেন না। ঠিকভাবে নড়াচড়াও করতে পারছেন না। এই অবস্থায় যথাযথ চিকিৎসার জন্য সরকারকে সদয় হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল। এদিন সকালে জাতীয় প্রেসক্লাবে যুবদলের সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারই দায়ী। কারাগারে থাকাকালে তাঁর সুচিকিৎসা হয়নি বলেই এমনটা হয়েছে। এমনকি ওই সময় তাঁকে স্লো পয়জনিং করা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন ফখরুল। আজ শুক্রবার সারা দেশের মসজিদ ও উপাসনালয়গুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির আগেই ১১ নভেম্বর চিকিৎসকদের পরামর্শে তাঁকে দেশের বাইরে নিতে সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

হায়াত মউত আল্লাহর হাতে

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের হায়াত মউত আল্লাহর হাতে। চিকিৎসা প্রয়োজন, সেটা করাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে ভালো চিকিৎসক আনা দরকার হলে আনতে পারবে তারা। কিন্তু সরকার তো গলাটিপে মারছে না, তাই একজন মানুষ মরে গেলে এর দায় সরকারের ওপর ফেলে দেবেন না। এটা ঠিক নয়। মানুষের বেঁচে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। অসুস্থ হয়ে অনেকেই মারা যায়। কিন্তু কথায় কথায় সরকারের ওপর দায় চাপাবেন এটা ঠিক নয়।’

সংসদে খালেদা জিয়া

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনতে আমরা বলেছি। কিন্তু তারা সেটা নিয়ে চিন্তা করছে না। কোনো পদক্ষেপও নিচ্ছে না।’ গতকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির দলীয় সাংসদ হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘আমি একাধিকবার সংসদ নেতার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, আজকে ওনার (খালেদা জিয়া) শারীরিক যে অবস্থা ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন। এতে আপনি সম্মানিত হবেন। দেশের মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে। তাঁর (খালেদা জিয়া) যে বয়স, তাঁর যে অবস্থা এই অবস্থায় তাঁকে এইটা বিবেচনা করা উচিত।’

হারুনের কথার জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির সকলেই বলে আমাদের নেত্রীকে এখনই বিদেশে পাঠাতে হবে। আর ওনার চিকিৎসা করাতে হবে বিদেশে। আমাদের দেশের চিকিৎসা খুব খারাপ। বিএনপি নেতা খালেদা জিয়া তিন তিনবার হাসপাতালে গেছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। আমরা বলেছি বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চান, সেই কথা চিন্তাও করবে না, পদক্ষেপও নিবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত