Ajker Patrika

নৌকার বিপক্ষে প্রচার করায় চারজন বহিষ্কার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ১৭
নৌকার বিপক্ষে প্রচার করায় চারজন বহিষ্কার

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় ওয়ার্ড আওয়ামী লীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ নেতা বহিষ্কারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।

সাময়িক বহিষ্কার প্রাপ্তরা হলেন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক কাজী ফজলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলী আশরাফ ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার বিশ্বাস।

এ বিষয়ে বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম ফকির ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দলীয় সভায় সিদ্ধান্ত হয় আবুল খায়ের, কাজী ফজলুর রহমান, আলী আশরাফ ও স্বপন কুমার বিশ্বাস নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

যা আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে অভিযুক্তদের দলের গঠনতন্ত্রের ধারা মোতাবেক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

গত সোমবার সভাপতির বাসভবনে ডাকা এ সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ ইউনিয়নসহ মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাই পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত