Ajker Patrika

প্রাথমিকে শতাধিক শিক্ষকের পদ খালি

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ৩৫
প্রাথমিকে শতাধিক শিক্ষকের পদ খালি

চান্দিনা উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৯১ জন সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমেও ভোগান্তিতে পড়ছেন কর্মরত শিক্ষকেরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এই উপজেলায় ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য ১৪টি বিদ্যালয়ের। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো ভাগুরাপাড়া, জামিরাপাড়া, আটচাইল, মধ্যমতলা, বশিকপুর, করতলা, খোববাড়িয়া নাজমা আক্তার চৌধুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাখোলা, করইয়া, লেংড়ামুড়ি, লনাই, উবরা পাইকের করতলা, দক্ষিণ জোয়াগ ও আমলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় কষ্ট হচ্ছে। তারপরও সবাই মিলে ভালোভাবে চালানোর চেষ্টা করছি। শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই লক্ষ্যে কাজ করছি।’

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল বকসী বলেন, ‘যে সব বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে সে বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের কষ্ট হচ্ছে। শূন্য পদগুলোর কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতেও ঝামেলা হচ্ছে। শিগগির শিক্ষক নিয়োগ দিয়ে শূন্য পদগুলো পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যে সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। করোনাভাইরাসের কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। আশা করি, শিগগির শূন্য হওয়া পদগুলো পূরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত