মিঠাপুকুর প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে মিঠাপুকুরের বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারসহ দেশের শত পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পড়া শুরু হয়েছে।
‘মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই আলোকিত মানুষ হই’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠক বাছাই করার লক্ষ্যে এই পাঠ চলছে।
মিঠাপুকুরের পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বিশেষ কর্মসূচিটি নেওয়া হয়েছে। এখান থেকে সারা দেশের ১০০ পাঠাগারের ১ হাজার পাঠকের ভাবনা বা পাঠ প্রতিক্রিয়া নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিন গ্রুপে বিভক্ত পাঠকদের মনোনীত লেখা আগামী ৩১ অক্টোবর জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের কাছে পাঠাতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে হবে ‘ক’ গ্রুপ। তাদের লেখার বিষয় হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ছেলে বেলা’। লেখা হবে ৬০০ থেকে ৮০০ শব্দের মধ্যে।
এ ছাড়া ‘খ’ গ্রুপে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ৮০০ থেকে ১ হাজার শব্দের মধ্যে ‘জাতির পিতাকে যেমন জেনেছি’ বিষয়ে লিখত হবে। আর স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণির ‘গ’ গ্রুপের শিক্ষার্থীদের লেখার বিষয় ‘মানবতাবাদী বঙ্গবন্ধু’। তাঁদের লেখার আকার হবে ১ হাজার থেকে ১ হাজার ২০০ শব্দের মধ্যে।
রফিকুল ইসলাম বলেন, রংপুর জেলার মধ্যে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার শত পাঠাগারের মধ্যে স্থান পেয়েছে। নির্বাচিত পাঠকদের লেখা রচনা যাচাই-বাছাই করে প্রতি প্রশাসনিক বিভাগে নয়জন করে মোট ৭২ জনকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কৃত ৭২ জনের মনের ভাবনা বা প্রতিক্রিয়া নিয়ে লেখা রচনা বই আকারে প্রকাশ করা হবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাছাইকৃত পাঠকদের আনুষ্ঠানিকভাবে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানান রফিকুল ইসলাম।
মুজিব শতবর্ষ উপলক্ষে মিঠাপুকুরের বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারসহ দেশের শত পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পড়া শুরু হয়েছে।
‘মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই আলোকিত মানুষ হই’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠক বাছাই করার লক্ষ্যে এই পাঠ চলছে।
মিঠাপুকুরের পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বিশেষ কর্মসূচিটি নেওয়া হয়েছে। এখান থেকে সারা দেশের ১০০ পাঠাগারের ১ হাজার পাঠকের ভাবনা বা পাঠ প্রতিক্রিয়া নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিন গ্রুপে বিভক্ত পাঠকদের মনোনীত লেখা আগামী ৩১ অক্টোবর জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের কাছে পাঠাতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে হবে ‘ক’ গ্রুপ। তাদের লেখার বিষয় হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ছেলে বেলা’। লেখা হবে ৬০০ থেকে ৮০০ শব্দের মধ্যে।
এ ছাড়া ‘খ’ গ্রুপে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ৮০০ থেকে ১ হাজার শব্দের মধ্যে ‘জাতির পিতাকে যেমন জেনেছি’ বিষয়ে লিখত হবে। আর স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণির ‘গ’ গ্রুপের শিক্ষার্থীদের লেখার বিষয় ‘মানবতাবাদী বঙ্গবন্ধু’। তাঁদের লেখার আকার হবে ১ হাজার থেকে ১ হাজার ২০০ শব্দের মধ্যে।
রফিকুল ইসলাম বলেন, রংপুর জেলার মধ্যে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার শত পাঠাগারের মধ্যে স্থান পেয়েছে। নির্বাচিত পাঠকদের লেখা রচনা যাচাই-বাছাই করে প্রতি প্রশাসনিক বিভাগে নয়জন করে মোট ৭২ জনকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কৃত ৭২ জনের মনের ভাবনা বা প্রতিক্রিয়া নিয়ে লেখা রচনা বই আকারে প্রকাশ করা হবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাছাইকৃত পাঠকদের আনুষ্ঠানিকভাবে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানান রফিকুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪