মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা এলাকা থেকে রাতে অন্তত ১৫টি পুরোনো বাবলা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত দুই সপ্তাহ যাবৎ নহাটা কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক বিনোদ রায়ের লোকজন সড়কের প্রায় ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা থেকে সড়কের পাশে থাকা গাছ কেটে নিয়েছে। গাছ কাটার পর মাটি দিয়ে গর্ত ও গাছের গোড়া ঢেকে রাখা হয়েছে। এসব গাছে দিনে না কেটে রাতে কাটা হয়েছে বলে জানান এলাকাবাসী। গাছ বিক্রির টাকা আত্মসাৎ করতে স্থানীয় প্রভাবশালীদের সুবিধা দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে বিনোদ রায় সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৯৬২ সালের রেকর্ডে ওই জায়গাটির মালিক এখানকার ঠাকুর। তবে হাল রেকর্ড রাস্তার নামে আছে। জমিটা অনেকে দিন আগে মাপা হয়েছিল রাস্তার ইট পর্যন্ত ঠাকুরের জায়গার মধ্যে পড়ে। তাই গাছগুলো যে লাগিয়েছিল তাঁদের গাছের টাকা দিয়েছি। বাকি টাকা দিয়ে ঠাকুরের জায়গার উন্নয়নমূলক কাজে খরচের চিন্তা ভাবনা রয়েছে।’
বিনোদ রায় আরও বলেন, ‘১৫টি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমি ২টি বাবলা আর দুইটি মরা গাছ ও একটি ফলজ কেটেছি। অন্যগুলোর বিষয়ে জানা নেই।’
এ বিষয়ে নহাটা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মো. হামিদুল ইসলাম বলেন, ‘ওই জায়গাটা আবার নতুন করে মাপা হবে। বিক্রয়কৃত গাছের টাকা ফায়সালা না হওয়া পর্যন্ত খরচ না করতে বিনোদ কুমারকে বলে দেওয়া হয়েছে।’
নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, ‘শুনেছি ঠাকুর তলার জায়গার গাছ কাটা হয়েছে। সরকারি রাস্তার গাছ হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাটা গাছের সংখ্যা নিরূপণ করা হবে।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা এলাকা থেকে রাতে অন্তত ১৫টি পুরোনো বাবলা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত দুই সপ্তাহ যাবৎ নহাটা কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক বিনোদ রায়ের লোকজন সড়কের প্রায় ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা থেকে সড়কের পাশে থাকা গাছ কেটে নিয়েছে। গাছ কাটার পর মাটি দিয়ে গর্ত ও গাছের গোড়া ঢেকে রাখা হয়েছে। এসব গাছে দিনে না কেটে রাতে কাটা হয়েছে বলে জানান এলাকাবাসী। গাছ বিক্রির টাকা আত্মসাৎ করতে স্থানীয় প্রভাবশালীদের সুবিধা দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে বিনোদ রায় সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৯৬২ সালের রেকর্ডে ওই জায়গাটির মালিক এখানকার ঠাকুর। তবে হাল রেকর্ড রাস্তার নামে আছে। জমিটা অনেকে দিন আগে মাপা হয়েছিল রাস্তার ইট পর্যন্ত ঠাকুরের জায়গার মধ্যে পড়ে। তাই গাছগুলো যে লাগিয়েছিল তাঁদের গাছের টাকা দিয়েছি। বাকি টাকা দিয়ে ঠাকুরের জায়গার উন্নয়নমূলক কাজে খরচের চিন্তা ভাবনা রয়েছে।’
বিনোদ রায় আরও বলেন, ‘১৫টি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমি ২টি বাবলা আর দুইটি মরা গাছ ও একটি ফলজ কেটেছি। অন্যগুলোর বিষয়ে জানা নেই।’
এ বিষয়ে নহাটা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মো. হামিদুল ইসলাম বলেন, ‘ওই জায়গাটা আবার নতুন করে মাপা হবে। বিক্রয়কৃত গাছের টাকা ফায়সালা না হওয়া পর্যন্ত খরচ না করতে বিনোদ কুমারকে বলে দেওয়া হয়েছে।’
নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, ‘শুনেছি ঠাকুর তলার জায়গার গাছ কাটা হয়েছে। সরকারি রাস্তার গাছ হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাটা গাছের সংখ্যা নিরূপণ করা হবে।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪