নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো একটি বটবৃক্ষকে কেন্দ্র করে গতকাল শুক্রবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বউমেলা। এদিনে বৃক্ষদেবতার উদ্দেশে ঝুড়িভরা বৈশাখী ফলের ভোগের সঙ্গে ওড়ানো হয় কবুতর। বউমেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী।
এ বৃক্ষ সিদ্ধেশ্বরী ‘কালীতলা’ নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় ‘বউতলা’। অগণিত নারীর পদচারণে মুখর হয়ে ওঠা এই মেলার নাম বউমেলা। পুরুষেরাও যান, তবে সংখ্যায় কম। প্রতিবছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার আয়োজন করেন। নারীরা মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষতলে ভোগ দিচ্ছেন। মৌসুমি ফলের স্তূপ হয়ে উঠেছে গাছতলায়। এ ফল পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্বামী-সংসারের বাঁধন যেন আমৃত্যু অটুট থাকে, এই কামনাতেই পূজার আয়োজন। পূজার পরপরই শুরু হয় সাত দিনব্যাপী মেলা। আর মেলার কারণেই বটগাছটি হয়ে উঠেছে দেবতা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৯৬ বছর ধরে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছটির নিচে সনাতন ধর্মাবলম্বী বউ-ঝিয়েরা জড়ো হচ্ছেন। গৃহবধূরা এ মেলায় অংশ নেন বলে মেলার নাম দেওয়া হয়েছে ‘বউমেলা’। করোনা মহামারির কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল।
গতকাল দুপুরে মেলায় গিয়ে দেখা যায়, স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের নারীরা ঝুড়িতে বিভিন্ন দেশীয় মৌসুমি ফল ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা-অর্চনা করছেন।
সিদ্ধেশ্বরী বটতলায় কালীপূজার আয়োজক নীলোৎপল রায় জানান, শত বছর আগে এই অঞ্চলের জমিদার শ্যামচরণ ভৌমিক এলাকার বউ-ঝিদের কথা চিন্তা করে এ মেলার আয়োজন করেন। তখন থেকে জায়গাটির নাম হয় বউগাছতলা।
মেলায় পূজা দিতে আসা ষাটোর্ধ্ব দিপালী রানী বলেন, ‘আমি ছোটবেলা থেকে এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালীদেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দিই। প্রথা অনুযায়ী এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারী মাটি দিয়ে থাকেন। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয়। এতে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তা ছাড়া পরিবারের সদস্য যতজন, ততবার মাটি দিতে হয়।’
দেখা গেছে, ঢাকের তালে তালে বৃক্ষের নিচে পূজায় মগ্ন নারীরা। মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্পসামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি, খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা পরিষদের পাশেই এ মেলা আয়োজিত হয়। প্রশাসনিকভাবে মেলাকে সহযোগিতা করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো একটি বটবৃক্ষকে কেন্দ্র করে গতকাল শুক্রবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বউমেলা। এদিনে বৃক্ষদেবতার উদ্দেশে ঝুড়িভরা বৈশাখী ফলের ভোগের সঙ্গে ওড়ানো হয় কবুতর। বউমেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী।
এ বৃক্ষ সিদ্ধেশ্বরী ‘কালীতলা’ নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় ‘বউতলা’। অগণিত নারীর পদচারণে মুখর হয়ে ওঠা এই মেলার নাম বউমেলা। পুরুষেরাও যান, তবে সংখ্যায় কম। প্রতিবছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালীতলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার আয়োজন করেন। নারীরা মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষতলে ভোগ দিচ্ছেন। মৌসুমি ফলের স্তূপ হয়ে উঠেছে গাছতলায়। এ ফল পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্বামী-সংসারের বাঁধন যেন আমৃত্যু অটুট থাকে, এই কামনাতেই পূজার আয়োজন। পূজার পরপরই শুরু হয় সাত দিনব্যাপী মেলা। আর মেলার কারণেই বটগাছটি হয়ে উঠেছে দেবতা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৯৬ বছর ধরে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছটির নিচে সনাতন ধর্মাবলম্বী বউ-ঝিয়েরা জড়ো হচ্ছেন। গৃহবধূরা এ মেলায় অংশ নেন বলে মেলার নাম দেওয়া হয়েছে ‘বউমেলা’। করোনা মহামারির কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল।
গতকাল দুপুরে মেলায় গিয়ে দেখা যায়, স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের নারীরা ঝুড়িতে বিভিন্ন দেশীয় মৌসুমি ফল ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা-অর্চনা করছেন।
সিদ্ধেশ্বরী বটতলায় কালীপূজার আয়োজক নীলোৎপল রায় জানান, শত বছর আগে এই অঞ্চলের জমিদার শ্যামচরণ ভৌমিক এলাকার বউ-ঝিদের কথা চিন্তা করে এ মেলার আয়োজন করেন। তখন থেকে জায়গাটির নাম হয় বউগাছতলা।
মেলায় পূজা দিতে আসা ষাটোর্ধ্ব দিপালী রানী বলেন, ‘আমি ছোটবেলা থেকে এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালীদেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দিই। প্রথা অনুযায়ী এ বৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারী মাটি দিয়ে থাকেন। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয়। এতে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তা ছাড়া পরিবারের সদস্য যতজন, ততবার মাটি দিতে হয়।’
দেখা গেছে, ঢাকের তালে তালে বৃক্ষের নিচে পূজায় মগ্ন নারীরা। মেলা প্রাঙ্গণে বাঁশি, কাঠের হাতি, ঘোড়া ও মৃৎশিল্পসামগ্রী, চেয়ার, পিঁড়ি, জলচৌকি, খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপিসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা পরিষদের পাশেই এ মেলা আয়োজিত হয়। প্রশাসনিকভাবে মেলাকে সহযোগিতা করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫