Ajker Patrika

ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলার নিন্দা

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ১১
ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলার নিন্দা

গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার বিরোধী এই চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সরকারি দলের নাম ভাঙিয়ে একদল দুর্বৃত্ত দেশের উন্নয়ন এবং সরকারের ভাবমূর্তি দুটিকেই বিনষ্ট করছে। তারা জনমনে দেশবিরোধী মনোভাব জাগিয়ে তুলে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকেও বিতর্কিত করার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের আশকারাতেই তারা এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে মনে করে ইমজা। অনতিবিলম্বে এই চক্রকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং তাদের কাছ থেকে সাংবাদিকদের ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, গত রোববার গোলাপগঞ্জের ফতেহপুর ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, ইমজার সাবেক কোষাধ্যক্ষ মারুফ আহমদ এবং শুভ্র দাশ রাজন। দুর্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে দুটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্যামেরা দুটি উদ্ধার হলেও দুর্বৃত্তদের চিহ্নিত বা গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত