Ajker Patrika

হাওর ঘুরে গেল ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৪৮
হাওর ঘুরে গেল ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর

‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ খ্যাত এক সময়ের দুর্গম হাওরাঞ্চল কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। এ তিন উপজেলায় ঘুরেছে ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর বাস। হাজারো শিক্ষার্থী দেখেছে, পড়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এ যেন হাওরে ‘গ্রাম এখন শহর’ প্রবাদের বাস্তবরূপ। ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শিত হয় প্রত্যন্ত হাওর এলাকার বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে ভ্রাম্যমাণ জাদুঘরে প্রদর্শিত হয় স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র। সরাসরি শোনানো হয় বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণামূলক বক্তব্য। পরে দর্শনার্থী ছাত্র-ছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা গেছে, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ২০১৭ সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত শনিবার সকালে অষ্টগ্রাম বাজিতপুর সড়কসংলগ্ন কাস্তুল ইউনিয়নের মসজিদজাম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী দল বেঁধে ভ্রাম্যমাণ জাদুঘর বাস দেখছে। কেউ আঁকছে ছবি, কেউ লিখেছে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক খন্দকারের সভাপতিত্ব আলোচনা সভা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত