মৌলভীবাজার প্রতিনিধি
চা-বাগানে নারী চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি হয়।
এ সময় পিছিয়ে থাকা নারী শ্রমিকদের এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করা ও সামাজিক নিরাপত্তা বাড়াতে সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়।
চা-বাগানের অবস্থার ধারণাপত্র উপস্থাপন করেন আইএলও প্রতিনিধি অ্যালেক্স চিচাম, ইউএনএফপিএর প্রতিনিধি অনিমেষ বিশ্বাস, ইউএন উইমেনের প্রতিনিধি তপতি সাহা।
কর্মশালায় জানানো হয়, এই চার সংস্থা সিলেট বিভাগের ২৫টি চা-বাগানে নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে ২০২০ সালের জানুয়ারি থেকে কাজ করছে। চলতি মাসেই তাঁদের কাজের মেয়াদ শেষ হবে।
এই সময় চা-বাগানের শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন, কাজের পরিবেশ তৈরি, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি, গর্ভবতী মায়েদের কুসংস্কার থেকে বেরিয়ে নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করা, চা-বাগানের তথ্য-উপাত্ত রেকর্ড, অপুষ্ট শিশুদের সঠিক চিকিৎসা, প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বিষয় নিয়ে কাজ করা হয়েছে। এতে চা-শ্রমিক নারীরা নিজেদের পিছিয়ে পড়া না মনে করে। অধিকার, কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, চা-বাগানে মায়েদের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে।
চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ বলেন, ‘চা-বাগানে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে চা-শ্রমিক ইউনিয়নকে সম্পৃক্ত করা প্রয়োজন। দ্রব্যমূল্য বেড়েছে। চা-শ্রমিকদের মজুরি বাড়ছে না।’
স্বাস্থ্যকর্মী রোকেয়া খাতুন বলেন, ‘আগে গর্ভবতী মায়েরা ছয়-সাত মাসের আগে গর্ভের কথা জানাতেন না। প্রসবের কথা বলতেন না। কুসংস্কার ছিল, সবাই জানলে মা ও সন্তানের ক্ষতি হবে। এখন কুসংস্কার অনেক কেটে গেছে।’
আইএলও, ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন আইএলওর আঞ্চলিক পরিচালক তুমো পোটাইনেন। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন।
চা-বাগানে নারী চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি হয়।
এ সময় পিছিয়ে থাকা নারী শ্রমিকদের এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করা ও সামাজিক নিরাপত্তা বাড়াতে সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়।
চা-বাগানের অবস্থার ধারণাপত্র উপস্থাপন করেন আইএলও প্রতিনিধি অ্যালেক্স চিচাম, ইউএনএফপিএর প্রতিনিধি অনিমেষ বিশ্বাস, ইউএন উইমেনের প্রতিনিধি তপতি সাহা।
কর্মশালায় জানানো হয়, এই চার সংস্থা সিলেট বিভাগের ২৫টি চা-বাগানে নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে ২০২০ সালের জানুয়ারি থেকে কাজ করছে। চলতি মাসেই তাঁদের কাজের মেয়াদ শেষ হবে।
এই সময় চা-বাগানের শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন, কাজের পরিবেশ তৈরি, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি, গর্ভবতী মায়েদের কুসংস্কার থেকে বেরিয়ে নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করা, চা-বাগানের তথ্য-উপাত্ত রেকর্ড, অপুষ্ট শিশুদের সঠিক চিকিৎসা, প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বিষয় নিয়ে কাজ করা হয়েছে। এতে চা-শ্রমিক নারীরা নিজেদের পিছিয়ে পড়া না মনে করে। অধিকার, কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, চা-বাগানে মায়েদের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে।
চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ বলেন, ‘চা-বাগানে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে চা-শ্রমিক ইউনিয়নকে সম্পৃক্ত করা প্রয়োজন। দ্রব্যমূল্য বেড়েছে। চা-শ্রমিকদের মজুরি বাড়ছে না।’
স্বাস্থ্যকর্মী রোকেয়া খাতুন বলেন, ‘আগে গর্ভবতী মায়েরা ছয়-সাত মাসের আগে গর্ভের কথা জানাতেন না। প্রসবের কথা বলতেন না। কুসংস্কার ছিল, সবাই জানলে মা ও সন্তানের ক্ষতি হবে। এখন কুসংস্কার অনেক কেটে গেছে।’
আইএলও, ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন আইএলওর আঞ্চলিক পরিচালক তুমো পোটাইনেন। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪