Ajker Patrika

নারী চা-শ্রমিকদের এগিয়ে নিতে সমন্বিত কাজের ওপর গুরুত্ব

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ৪১
নারী চা-শ্রমিকদের এগিয়ে নিতে সমন্বিত কাজের ওপর গুরুত্ব

চা-বাগানে নারী চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি হয়।

এ সময় পিছিয়ে থাকা নারী শ্রমিকদের এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করা ও সামাজিক নিরাপত্তা বাড়াতে সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়।

চা-বাগানের অবস্থার ধারণাপত্র উপস্থাপন করেন আইএলও প্রতিনিধি অ্যালেক্স চিচাম, ইউএনএফপিএর প্রতিনিধি অনিমেষ বিশ্বাস, ইউএন উইমেনের প্রতিনিধি তপতি সাহা।

কর্মশালায় জানানো হয়, এই চার সংস্থা সিলেট বিভাগের ২৫টি চা-বাগানে নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে ২০২০ সালের জানুয়ারি থেকে কাজ করছে। চলতি মাসেই তাঁদের কাজের মেয়াদ শেষ হবে।

এই সময় চা-বাগানের শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন, কাজের পরিবেশ তৈরি, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি, গর্ভবতী মায়েদের কুসংস্কার থেকে বেরিয়ে নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করা, চা-বাগানের তথ্য-উপাত্ত রেকর্ড, অপুষ্ট শিশুদের সঠিক চিকিৎসা, প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বিষয় নিয়ে কাজ করা হয়েছে। এতে চা-শ্রমিক নারীরা নিজেদের পিছিয়ে পড়া না মনে করে। অধিকার, কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, চা-বাগানে মায়েদের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে।

চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ বলেন, ‘চা-বাগানে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে চা-শ্রমিক ইউনিয়নকে সম্পৃক্ত করা প্রয়োজন। দ্রব্যমূল্য বেড়েছে। চা-শ্রমিকদের মজুরি বাড়ছে না।’

স্বাস্থ্যকর্মী রোকেয়া খাতুন বলেন, ‘আগে গর্ভবতী মায়েরা ছয়-সাত মাসের আগে গর্ভের কথা জানাতেন না। প্রসবের কথা বলতেন না। কুসংস্কার ছিল, সবাই জানলে মা ও সন্তানের ক্ষতি হবে। এখন কুসংস্কার অনেক কেটে গেছে।’

আইএলও, ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন আইএলওর আঞ্চলিক পরিচালক তুমো পোটাইনেন। প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত