Ajker Patrika

সেতুর জন্য বালু উত্তোলন জলবুরুঙ্গা নদী থেকেই

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ২৯
সেতুর জন্য বালু উত্তোলন জলবুরুঙ্গা নদী থেকেই

গৌরীপুরের জলবুরুঙ্গা নদীতে নবনির্মিত সেতুর জন্য বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকেই। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। এভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বরাবর।

সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য ড্রেজার দিয়ে নদী থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। সেতু থেকে মাত্র ৩০০ মিটার দূরে ড্রেজার দিয়ে সংযোগ সড়কে আনা হচ্ছে এ বালু। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতুসহ আশপাশের এলাকার জমি ও স্থাপনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সহনাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভালুকাপুর গ্রামের শফিকুল ইসলাম, জজ মিয়া, সুহেল মিয়া, আবুল হাসেম ও সুমন মিয়াসহ ১০-১২ জনের একটি সিন্ডিকেট জলবুরুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সেতুর ঠিকাদারের কাছে বিক্রি করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কিছুদিন আগে এই সিন্ডিকেট বালু উত্তোলন করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা ৫০ হাজার টাকা জরিমানা করেন। কয়েক দিন বন্ধ রাখার পর তাঁরা আবারও বালু উত্তোলন শুরু করেছেন।

অভিযোগকারীদের একজন মো. রতন মিয়া বলেন, নদী থেকে বালু উত্তোলনের কারণে সেতু ও আশপাশের বসবাসকারীরা ঝুঁকির মুখে পড়েছেন। নদীটি রক্ষার জন্যই তাঁরা অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়েছেন।

অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সেতুর দুই পাশের গাইডাল ওয়ালে মাটি ভরাটের সাব কন্ট্রাক্ট পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় এখন ড্রেজার বন্ধ আছে বলে তিনি জানান।

জলবুরুঙ্গা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মমিনুল হক স্বর্ণা ব্রিকসের (জেভি) স্বত্বাধিকারী আতিক জানান, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য শফিকুল ইসলামকে সাব-কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। তিনি মাটি কোথা থেকে আনছেন তা জানেন না বলে দাবি করেন আতিক।

উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক বলেন, বিষয়টি তিনি জানেন না। মাটি ভরাটের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের।

গৌরীপুরের ইউএনও হাসান মারুফ বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত