Ajker Patrika

জাদুকাটায় অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ৫৭
জাদুকাটায় অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন ও খনন যন্ত্র দিয়ে নদীর পাড় কাটায় তাহিরপুরে জাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়েছ জরিমানা করেছে। গত মঙ্গলবার এ অভিযানে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধে এ অভিযান পরিচালিত হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। জাদুকাটা নদীর নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এবং ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার অভিযোগে ১০টি মামলায় ১৬ জনকে মোট সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে নদীর অনুমোদিত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগে আরও দুটি মামলায় দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা না দিলে দুজনকে আরও ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযানের বলেন, অভিযানে জব্দ করা বালু উত্তোলনের ড্রেজার মেশিনগুলো নষ্ট করা হয়েছে। পরিবেশ ও জাদুকাটা নদী রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত