Ajker Patrika

২ উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

মুরাদনগর ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
২ উপজেলায় ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

কুমিল্লা জেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাত ও গতকাল বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মুরাদনগরে ২০ কেজি গাঁজাসহ স্বপন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার স্বপন মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কৈশার গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের গকুলনগর এলাকার হাসান ব্রিকসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মনপাড়া থানায়ও মাদকের মামলা রয়েছে।

এদিকে ব্রাহ্মণপাড়া পুলিশ অভিযান চালিয়ে মো. জামাল হোসেন (৩৩), মোসা. রোকসানা বেগম (২৫), মোসা. শাহিনুর আক্তার (২৬), সামছুল ইসলাম ওরফে মিন্টু মিয়া (৪৫) ও মো. জুবায়েদ মিয়া ওরফে জবু (২৩) নামের পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে উপজেলার গোপলনগর ও উত্তর চান্দলা এলাকায় অভিযান চলিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জামাল হোসেন, মোসা. রোকসানা বেগম ও মোসা. শাহিনুর আক্তার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বাসিন্দা। এর মধ্যে রোকসানা বেগম গ্রেপ্তার জামাল হোসেনের স্ত্রী ও শাহিনুর আক্তার বোন। এ ছাড়া সামছুল ইসলাম ওরফে মিন্টু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ও মো. জুবায়েদ মিয়া ওরফে জবু একই গ্রামের বাদৈর এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি দুই নারীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের গতকাল সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত