Ajker Patrika

জঙ্গি পরিচয়ে হুমকির দায়ে ৭ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ১৯
জঙ্গি পরিচয়ে হুমকির দায়ে ৭ বছরের কারাদণ্ড

উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে মোবাইলে হুমকিস্বরূপ এসএমএস পাঠানোয় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাঁকে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪)। নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামে তাঁর বাড়ি। আসামি পলাতক। তাঁর অনুপস্থিতিতেই গতকাল রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।

মামলার বাদীর নাম শহিদুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে তাঁর বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি সুমন নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এসএমএসে বাদীর ভাতিজির পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলার হুমকিও দেন সুমন। এ নিয়ে থানায় মামলা করেন শহিদুল ইসলাম। পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত