Ajker Patrika

হরিণ ধরার ফাঁদসহ ৩ শিকারি আটক

কয়রা প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ১৩
হরিণ ধরার ফাঁদসহ ৩ শিকারি আটক

কয়রায় শিবসা নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিনজন হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

এদিকে দাকোপে কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক যুবককে আটক করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউট পোস্ট নলিয়ানের একটি টহল দল মঙ্গলবার সুতারখালি ইউনিয়নের কালাবগি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় তারা কালাবগি চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানাকে আটক করে। আটক জাফর ওই গ্রামের রহিম সানার পুত্র। পরে তাকে হরিণের মাংসসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কালাবগি স্টেশনে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত