Ajker Patrika

১ ডিসেম্বর নানিয়ারচরে ঘুড়ি উৎসব

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ১১
১ ডিসেম্বর  নানিয়ারচরে ঘুড়ি উৎসব

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত এমন আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রস্তুতি সভা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক নুরজামাল হাওলাদার।

এছাড়া আরও ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির সদস্যসচিব সারোয়ার কামালসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে সভায়। জানানো হয়, এই ঘুড়ি উৎসবে সকলে শ্রেণি পেশার এবং সকল বয়সী উন্মুক্ত অংশ গ্রহণ করতে পারবে।

পয়লা ডিসেম্বর বিকেল ২টার দিকে এই ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণী পুরস্কার বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত