Ajker Patrika

জমি নিয়ে সংঘর্ষে বাবা-ছেলে আহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ০০
জমি নিয়ে সংঘর্ষে বাবা-ছেলে আহত

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতেরা হলেন-মো. সফিক মিয়া (৫৫) ও তাঁর ছেলে শেখ রাফিজুল ইসলাম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিক মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুস শহীদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় সফিক মিয়া মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আব্দুস শহীদসহ তাঁর পরিবারের সদস্যেরা দেশীয় অস্ত্র নিয়ে সফিক মিয়া ও তাঁর ছেলের ওপর হামলা চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত