Ajker Patrika

কমিটি ঘোষণা ছাড়াই সম্পন্ন ছাত্রলীগের হল সম্মেলন

রাবি প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ৫২
কমিটি ঘোষণা ছাড়াই সম্পন্ন  ছাত্রলীগের হল সম্মেলন

দীর্ঘ ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের সম্মেলন সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে হল সম্মেলন হলেও কমিটি ঘোষণা না করেই সন্ধ্যায় মঞ্চ ত্যাগ করেন নেতারা।

এর আগে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠে জাতীয় ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগ খালেদা জিয়ার মতো ভিত্তিপ্রস্তরের রাজনীতি করে না। আমরা ভিস্তিপ্রস্তর স্থাপন করি, আবার সেই কাজ বাস্তবায়ন করেও দেখাই। দেশে চলমান উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ভবিষ্যতে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ আগামী আরও কয়েক বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হবে।’

মেয়র আরও বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু ছাত্রলীগ সৃষ্টি করেন। পূর্ব পাকিস্তানের প্রত্যেকটি লড়াই, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। বাংলাদেশ সৃষ্টিতে ভ্যানগার্ডের কাজ করেছে ছাত্রলীগ। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে বারবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে; ছাত্রলীগকে নিয়ে নানা চক্রান্ত-ষড়যন্ত্র করা হয়েছে। এসব ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘হল সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের অনেক ত্যাগী, ছাত্রবান্ধব নেতা উঠে আসবে। যারা নিজের জন্য কাজ না করে শিক্ষার্থীদের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, দেশের জন্য কাজ করবে।’

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আগামীতে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচন উপলক্ষে স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামার চেষ্টা করছে। তাদের শক্তভাবে মোকাবিলা করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জহিরের সভাপতিত্বে ও শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বরজাহান আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত